Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই চিরুনি অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ২০:২৪ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:০০

ঢাকা: ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে নিজ নিজ বাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর বাসা-বাড়ি পরিস্কার থাকছে কিনা তা দেখতে শিগগিরই চিরুনি অভিযান শুরু করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।

রোববার (২৫ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ডেঙ্গু সংক্রান্ত বিষয় নিয়ে এক জরুরি বৈঠকে এসব কথা বলেন তারা।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সভাপতিত্বে বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নিজ বাড়ি ঘর পরিস্কার রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। চিত্র নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মোহাম্মদপুরের বাড়িতে যে বিএসসি ইঞ্জিনিয়ার থাকেন, তাকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। এ নিয়ে আমার কাছে ছেড়ে দেওয়ার সুপারিশ এলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।’

ডেঙ্গুরোধে র‍্যাপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছে বলেও জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র। তবে হাসপাতালগুলো ডেঙ্গু রোগীদের তথ্য দিতে চায় না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “যখন দেখা যাবে রোগী দুইশো থেকে সংখ্যায় চারশো হয়ে গেছে, তখন ‘আউট অব কন্টোল’ হয়ে যাবে। কিন্তু এখন আমাদের যেটি আছে এটি হাসপাতাল থেকে আমাদের ঠিকানা দিতে হবে। হাসপাতাল কেন দেয় না? হয়তো জরিমানার ভয়ে ভুক্তভোগীরা ঠিকানা দিতে চায় না।”

বৈঠকে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বিধিনিষেধে সব কিছু বন্ধ থাকলেও আমাদের দফতর চালু, সার্বক্ষণিক কাজ করছি। আমাদের বছরব্যাপী কার্যক্রম চলমান রয়েছে। যার কারণে আমরা নিয়ন্ত্রণে (ডেঙ্গু) রাখতে পেরেছি। শিগগিরই সবাইকে নিয়ে চিরুনি অভিযান শুরু করা হবে।’

বিজ্ঞাপন

ঢাকাবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘অনলাইনে অভিযোগ জানানো যায়। জানালে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জনবলের অভাব রয়েছে। এ বিষয়গুলো যতটা ত্বরান্বিত করা যায় ততই ভালো। মাঠ পর্যায়ে এই জনবল কাজ করে। তাই তাদের প্রয়োজন আছে।’

বৈঠকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমও

চিরুনি অভিযান ডেঙ্গু প্রতিরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর