Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে মা-বোনকে হত্যা: বাবার বিরুদ্ধে বড় মেয়ের জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ১৯:৫২

ঢাকা: কামরাঙ্গীরচরে মা ও বোনকে শ্বাস রোধ করে হত্যার করার অভিযোগে দায়ের করা মামলায় বাবা মোহন্দ্র চন্দ্র দাসের বিরুদ্ধে আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে বড় মেয়ে ঝুমা রাণী দাস।

রোববার (২৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত তার জবানবন্দি গ্রহণ রেকর্ড করেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই জহিরুল ইসলাম ঘটনার প্রত্যক্ষদর্শী ঝুমা রাণীকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা রেকর্ড করেন। একইসঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।

গত ২৪ জুলাই রাতে স্ত্রী ফুলবাসী রাণী দাস (৩৪) ও তার ১১ বছরের মেয়ে সুমী রাণী দাসের মুখে কীটনাশক ঢেলে শ্বাসরোধে হত্যা করেন মোহন্দ্র চন্দ্র দাস। মোহন্দ্র চন্দ্র দাসও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার সময় ফুলবাসীর আরেক মেয়ে ঝুমা রাণী দাস (১৪) ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখতে পায়, তার বাবা সুমীর মুখে পলিথিন চেপে ধরেছেন।

ওই ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করেন ফুলবাসী রাণী দাসের বোন বিশাখাবাসী রাণী দাস।

মামলাটির একমাত্র আসামি মোহন্দ্র চন্দ্র অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আদালতকে অবহিত করেন এ তদন্তকারী কর্মকর্তা।

সারাবাংলা/এআই/একে

আদালত খুন মা ও বোনকে হত্যা