মতিঝিলে আগুনে পুড়ল দুটি বিলাসবহুল বাস
২৫ জুলাই ২০২১ ১৩:৫৫ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৭:০৬
ঢাকা: রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। এতে দুটি বাস, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২৫ জুলাই) ফায়ার সার্ভিস সদর ও্রদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়।
পরে আরও একটি ইউনিট যোগ দেয়। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১ এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি বাস, একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল পুড়ে যায়। আগুনে ওই গ্যারেজটিও পুরোপুরি পুড়ে যায়।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ওই গ্যারেজের ক্ষয়ক্ষতির তালিকা করছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনে ঢাকা টু কক্সবাজার রুটের সিল্ক লাইন পরিবহনের দুটি বাস পুড়ে যায়। বাসের সঙ্গে রাখা একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলও আগুনে পুড়ে যায়।
এর আগে, শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে আগুনের ঘটনা ঘটে। ওই ডিপোতে থাকা দুটি বাস আগুনে পুড়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় কয়েকশত বাস।
সারাবাংলা/ইউজে/একে