Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ১২:৪৮

প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী জেলায় ১ জন, পিরোজপুর জেলায় ২ জন এবং ঝালকাঠি জেলায় ১ জনসহ মোট ৪ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। একই সময় নতুন করে ৭৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২৮ হাজার ৯১১ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৫৯ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৭৩ জন নিয়ে মোট ১১ হাজার ৩০২জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৬ জন নিয়ে মোট ৩ হাজার ৫৫৯ জন, ভোলা জেলায় নতুন ১০২ জন নিয়ে মোট ২ হাজার ৯৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৯ জন নিয়ে মোট ৩ হাজার ৯৩০ জন, বরগুনা জেলায় নতুন ১১৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৫০৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৪ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল পর্যন্ত) শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও করোনা ওয়ার্ডে ৩৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩৩০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১৩৬ জন করোনা ওয়ার্ডে এবং ১৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/একে

করোনা কোভিড ১৯ নভেল করোনাভাইরাস বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর