ব্রুনাইয়ের সুলতানের জন্য ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২১ ১২:২৫ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ১২:৩৪
২৫ জুলাই ২০২১ ১২:২৫ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ১২:৩৪
ঢাকা: ব্রুনাই দারুসসালাম-এর সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রুনাই এ অবস্থিত বাংলাদেশের মিশন এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, উপহারের আমগুলো ২৪ জুলাই ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। এরপর আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।
এর আগে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য ‘হাড়িভাঙ্গা’ আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/জেআইএল/এএম