বেনাপোল পৌঁছেছে ভারতের পাঠানো ২০০ মেট্রিক টন অক্সিজেন
২৫ জুলাই ২০২১ ০০:৪৮ | আপডেট: ২৫ জুলাই ২০২১ ১২:৩২
ঢাকা: ভারত থেকে ২০০ মেট্রিক টন তরলীকৃত মেডিক্যাল অক্সিজেন যশোরের বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি বাংলাদেশ সময় শনিবার রাত ১০টার দিকে বেনাপোল স্টেশনে পৌঁছায়।
শনিবার (২৪ জুলাই) বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে বলেছেন, বন্দরের সব প্রক্রিয়া শেষ করে শনিবার রাতেই ট্রেনটি ঢাকায় রওনা দেবে।
এর আগে শনিবার (২৪ জুলাই) ভারতের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে ২০০ মেট্রিকটন মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে পাঠানোর বিষয়ে জানায়।
এ বিষয়ে ভারতীয় রেলওয়ে জানিয়েছে, রেলপথে প্রথম তরল মেডিকেল অক্সিজেন ট্যাঙ্কারটি ঝাড়খণ্ডের টাটানগর থেকে লোড হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ট্রেনটি আগামীকাল রোববার (২৫ জুলাই) সকালের মধ্যে বাংলাদেশে পৌঁছাতে পারে। ১০টি কনটেইনারবাহী ট্রেনটি এদিন বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করবে।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ‘অক্সিজেন এক্সপ্রেস’র মাধ্যমে ভারতীয় রেলওয়ে অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছে। প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন অক্সিজেন পরিবহন করবে বাংলাদেশে।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা (অক্সিজেন এক্সপ্রেস) শুরু করে। এর মাধ্যমে এখন পর্যন্ত ভারতের ১৫টি রাজ্যে ৩৫ হাজার মেট্রিক টনের অধিক অক্সিজেন সরবরাহ করা হয়েছে। দেশটিতে এ ধরনের ৪৮০টি ট্রেন চালু আছে। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়।
এর আগে, গত এপ্রিলে ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ শুরুর পর বিভিন্ন রাজ্যে অক্সিজেনের ভয়াবহ সংকট দেখা দেয়। এমতাবস্তায় জরুরি ভিত্তিতে অক্সিজেন সরবরাহ করতে অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ এই ট্রেন চালু করে ভারতীয় রেলওয়ে। দেশটিতে এখন এ রকম অন্তত ৪৮০টি ট্রেন রয়েছে। গত এপ্রিলে চালু হওয়ার পর এসব ট্রেনের মাধ্যমে ৩৬ হাজার ৮৪১ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে।
সারাবাংলা/এসবি/পিটিএম