পুলিশ সদস্যদের নজরদারিতে সিএমপিতে ‘বডি ওর্ন’ ক্যামেরা
২৪ জুলাই ২০২১ ১৯:৫৫
চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-সিলেটের পর ‘বডি ওর্ন’ ক্যামেরা চালু করেছে চট্টগ্রাম নগর পুলিশ। মাঠ পর্যায়ে দায়িত্বরত ট্রাফিক ও থানার পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকছে বিশেষ এই ক্যামেরা। নগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। শুধুমাত্র পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই উদ্যোগ। তবে এর মাধ্যমে নাগরিকদের গতিবিধি নজরদারির কোনো সিদ্ধান্ত পুলিশের নেই বলে তারা জানিয়েছেন।
শনিবার (২৪ জুলাই) নগরীর ডবলমুরিং থানায় মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের মাধ্যমে এই ক্যামেরার ব্যবহার শুরু করেছে সিএমপি। এছাড়া ট্রাফিক বিভাগের সদস্যদেরও দেওয়া হয়েছে এই ক্যামেরা। এর মধ্য দিয়ে সিএমপি প্রযুক্তিগত কার্যক্রমে আরও এক ধাপ এগিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে ঢাকা ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে এই ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। সিএমপিতে ট্রাফিকের পাশাপাশি দেশে প্রথমবারের মতো অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরতদের ‘বডি ওর্ন’ ক্যামের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সারাবাংলাকে বলেন, ‘ক্রাইম ডিভিশনের একজন পুলিশ অফিসার এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা আমরা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি করব। শুধু নজরদারি নয়, পুলিশের কার্যক্রম রেকর্ডেও থাকবে। ফলে তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে।’
বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নাগরিকদের গতিবিধি নজরদারি করা হবে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একেবারেই পুলিশের নিজস্ব কাজের জন্য। কোনোভাবেই নাগরিকদের নিয়ন্ত্রণের ইচ্ছা বা কার্যক্রম এর সঙ্গে অন্তর্ভুক্ত নেই। একজন পুলিশ রাস্তায় কিংবা কোনো বাসায় অথবা কোনো পাড়া-মহল্লায়, প্রতিষ্ঠানে গিয়ে কার সঙ্গে কথা বলছেন, কি কি কথা হচ্ছে সেগুলো রেকর্ডে থাকবে ক্যামেরায়। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বিশ্বের অনেক উন্নত, সভ্য দেশে বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম চালু আছে।’
পুলিশের এ কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ নানা বিতর্কে জড়িয়েছে। লোকজনের শরীরে মাদক গুঁজে দিয়ে ফাঁসানোর মতো অভিযোগও রয়েছে। এ অবস্থায় শরীরে বহনযোগ্য ক্যামেরা সংযোজন করা পুলিশের চমৎকার উদ্যোগ। এতে করে পুলিশ নিজেই আইন লঙ্ঘন করছে কি না তা নজরদারিতে থাকবে। তবে এটি ব্যবহারে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র অপরাধ কার্যক্রমে এর ব্যবহার সীমিত রাখতে হবে। কোনোভাবেই সংবিধান স্বীকৃত মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা যাবে না।’
সিএমপি কমিশনার জানান, পরীক্ষামূলকভাবে নগরীর ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ ও পতেঙ্গা- এ চারটি থানায় সাতটি করে ক্যামেরা দেওয়া হয়েছে। জিপিআরএস প্রযুক্তির মাধ্যমে যে কোনো স্থান থেকে ক্যামেরা দেখে পুলিশের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নজরদারি করা যাবে। এতে সফলতা পেলে পরবর্তী সময়ে প্রত্যেক থানায় ক্যামেরাগুলো দেওয়া হবে।
শনিবার নগরীর ডবলমুরিং থানায় ‘বডি ওর্ন’ ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন করেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ। তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় আপাতত চার থানায় সাতটি করে ক্যামেরা দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। থানার উপ-পরিদর্শকরা এই ক্যামেরা ব্যবহার করবেন। তাদের বুকে অথবা ঘাড়ে ইউনিফর্মের ওপর ক্যামেরাগুলো লাগানো থাকবে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘বডি ওর্ন’ ক্যামেরাগুলো প্রত্যেকটি ভ্রাম্যমাণ সিসি ক্যামেরার কাজ করবে। এসব ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করা হবে। মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের কাজ নিয়ে অনেকসময় ভুল বোঝাবুঝি তৈরি হয়। নিয়মিত অভিযানে কিংবা চেকপোস্টে দায়িত্ব পালন নিয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেকসময় অহেতুক অভিযোগ তোলা হয়। ক্যামেরার মাধ্যমে সেখানকার সার্বিক চিত্র ধারণ হয়ে যাবে। উর্ধ্বতনরা সেই চিত্র দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া যেকোনো অপরাধমূলক ঘটনার স্থানের পারিপার্শ্বিক চিত্র ক্যামেরায় ধারণ হলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নিতেও সুবিধা হবে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বডি ওর্ন ক্যামেরায় ধারণ করা চিত্র সেটা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের কাজের ক্ষেত্রে নজরদারি বাড়বে, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে।’
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ সারাবাংলাকে বলেন, ‘সাতটি বডি ওর্ন ক্যামেরা আমরা পেয়েছি। আগামীকাল (রোববার) থেকে আমরা সেগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করব। আমাদের অফিসাররা মাঠপর্যায়ে দায়িত্বপালনের সময় সেগুলো ব্যবহার করবেন।’
উল্লেখ্য, চট্টগ্রাম নগর পুলিশ গত কয়েক বছরে প্রযুক্তিনির্ভর বেশকিছু কার্যক্রম চালু করেছে। থানায় সেবা নিয়ে যাওয়া লোকজন যাতে হয়রানির শিকার না হন সেটা নজরদারিতে চালু করা হয়েছে ‘বন্ধন অ্যাপ’। থানায় দায়ের হওয়া মামলা এবং জিডির সর্বশেষ তথ্য এই অ্যাপে আসে। সিএমপি কমিশনার নিজেই সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন। আধুনিক পেট্রল কারও সংযোজন হয়েছে সিএমপিতে।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ ৮০০ স্থানে নতুনভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে ৪০০ ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বডি ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরার মাধ্যমে সিএমপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাঠ পর্যায়ে পুলিশের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কার্যক্রম নজরদারি করা হবে।
সারাবাংলা/আরডি/পিটিএম