‘২১ কোটি ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেছে বাংলাদেশ’
২৪ জুলাই ২০২১ ১৭:৫৯
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ২১ কোটি ডোজ ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। সময় মতো ভ্যাকসিনগুলো পেলে বাংলাদেশ কোনো দেশ থেকে ভ্যাকসিনে পিছিয়ে থাকবে না। এর মাধ্যমে ৮০ শতাংশ জনগোষ্ঠীকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনা যাবে।
শনিবার (২৪ জুলাই) ‘কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক সভায় বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু আশেপাশের দেশগুলোর চেয়ে আগে ভ্যাকসিন পেয়েছিলাম। ভারতের সিরামের সঙ্গে চুক্তি হয়েছিল। চুক্তির ৭০ লাখ পেয়েছি, আর ৩০ লাখ উপহারের। বাকি ভ্যাকসিন পাইনি। তবে আমরা অন্যান্য সোর্স থেকে ভ্যাকসিন পেতে সফল হয়েছি।’
তিনি বলেন, ‘আমরা ২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করতে পেরেছি। এর মধ্যে চীনের তিন কোটি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি, কোভ্যাক্সের সাত কোটি ডোজ, রাশিয়ার এক কোটি ডোজ ও জনসন অ্যান্ড জনসনের সাত কোটি ডোজ রয়েছে। আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারের মধ্যে জনসনের ভ্যাকসিন দেশে আসবে। এই ২১ কোটি ডোজ যদি সময় মতো পাই তাহলে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘২৬ বা ২৭ জুলাই চীন থেকে সিনোফার্মের ত্রিশ লাখ ডোজ ভ্যাকসিন আসবে। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ২৬টা ফ্রিজার পাবে। মাইনাস ৭০ থেকে ৮০ ডিগ্রি টেম্পারেচারের যেসব ভ্যাকসিন আসবে সেগুলো এসব ফ্রিজারে রাখা হবে।’
সারাবাংলা/এসবি/পিটিএম
২১ কোটি ডোজ জাহিদ মালেক টপ নিউজ ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী ্যভ