Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় র‌্যাবের অভিযানে মদ-বিয়ারসহ ৮ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১৬:১৪

বগুড়া: র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে জেলার মদ-বিয়ারসহ ৮ জনকে গ্রেফতার করেছে। শাজাহানপুর উপজেলার শহরতলীর বনানী এলাকার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ ৬ বোতল দেশি মদ, ২ ক্যান বিয়ার, ৭টি মোবাইল, ১০টি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. জুয়েল প্রামানিক (২৮), মো. সরণ মন্ডল (২৫), মো. তুষার মিয়া (২৪), মো. ইমদাদুল হক (২৯), মো. মোকছেদুল ইসলাম (১৯), মো. রফিকুল শেখ শুভ (২৫), মো. পিয়াস (২৫) ও মো. রজব আলী ভূইয়া (৩২)।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতরা মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এমও

গ্রেফতার মদ বিয়ার র‌্যাব-১২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর