পুকুরে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
২৪ জুলাই ২০২১ ১৫:২৭ | আপডেট: ২৪ জুলাই ২০২১ ২০:৪২
যশোর: জেলা পৌর পার্কের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ ফারহান হোসেন নামে ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে চার বন্ধু একসঙ্গে গোসল করতে নেমেছিলেন সেখানে। মৃত ফারহান ঝিনাইদহ ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার বাবা আকরাম হোসেন যশোর বিমান বাহিনীতে কর্মরত এবং শহরের আরাপপুরের ভাড়াবাড়িতে থাকেন।
সন্ধ্যা থেকে নিখোঁজ ফারহানকে উদ্ধারে অভিযান চালায় খুলনার ৪ সদস্যের ডুবুরি দল। পরে রাত আড়াইটার দিকে ফারহানের মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে চার তরুণ পুকুরে গোসল করতে নামেন। এসময় ফারহান সাঁতরে পুকুরের মাঝখানে চলে যান এবং অসুস্থ হয়ে পড়েন। তখন তার বন্ধুরা স্থানীয়দের সহযোগিতা নিয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।
সারাবাংলা/এমও