Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

লোকাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১৩:৩৬ | আপডেট: ২৪ জুলাই ২০২১ ১৬:৩৭

ভৈরব: কিশোরগঞ্জের কুলিয়ারচরে গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাহআলম নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত শাহআলম হারিয়াকান্দা গ্রামের আহমদ মিয়ার পুত্র। এ সময় জীবন ও আসাদুল্লাহ নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কুলিয়ারচরের হারিয়াকান্দা গ্রামের ৪/৫ জন কিশোর ও যুবক ইজিবাইকে সাউন্ড বক্স নিয়ে পার্শ্ববর্তী রামদী গ্রামে গিয়ে সড়কের ওপর উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। এ সময় রামদী গ্রামের যুবকেরা গান বাজাতে নিষেধ করে। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষরা শাহআলমকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ভাগলপুর জহরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

সারাবাংলা/এএম

কিশোরগঞ্জ কুলিয়ারচর ভাগলপুর