টঙ্গীতে কারখানা খোলা রাখায় জরিমানা
লোকাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১২:৫৬
২৪ জুলাই ২০২১ ১২:৫৬
টঙ্গী: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলমান ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। এরমধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এওয়ান পলিমার লিমিটেডের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কারখানাটি চলছিল। কারখানার সকল শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/এএম