Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফকির আলমগীরের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ১২:৩৩ | আপডেট: ২৪ জুলাই ২০২১ ১৩:৪০

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

শোক বার্তায় বিএনপির মহাসচিব মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তার উদ্দীপনামূলক গান জনগণের হৃদয়ে গভীর রেখাপাত করেছে। তার গান শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে।’

শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতিও গভীর সমবেদনা জানান।

এর আগে, শুক্রবার (২৩ জুলাই ) রাত ১০ টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফকির আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সারাবাংলা/এজেড/একে

গণসংগীতশির্পী ফকির আলমগীর বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর