কোরবানি নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রধান শিক্ষক গ্রেফতার
২৪ জুলাই ২০২১ ০৯:৩৯ | আপডেট: ২৪ জুলাই ২০২১ ১১:২৫
লালমনিরহাট: কালীগঞ্জে ঈদুল আজহার কোরবানি নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে পবিত্র কুমার রায় (৫০) নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তালুক শাখাতী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে জুমার নামাজের পর ওই শিক্ষককে গ্রেফতার দাবিতে উপজেলার তালুক শাখাতী এলাকায় বিক্ষোভ মিছিল করেন কিছু মুসল্লি। পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করার আশ্বাস দিলে তারা মিছিল-সমাবেশ বন্ধ করেন।
গ্রেফতারকৃত প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় (৫০) মদাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তালুক শাখাতী কুমারটারী এলাকার মৃত্যু উপিন চন্দ্র রায়ের ছেলে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজ্জাদ হোসেন বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সারাবাংলা/এএম