Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে সুপ্রিম কোর্টের কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২১ ০৯:২০

ঢাকা: করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে পরিচালিত হবে।

শুক্রবার (২৩ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।

আগামী ৫ আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরি বিষয়ে শুনানি করবেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন।

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের টিকা গ্রহণ সম্পন্ন করতেও ফুলকোর্ট সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য ফুলকোর্ট সভায় পরবর্তী পদক্ষেপ নিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সারাবাংলা/কেআইএফ/এএম

সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর