Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মেডিকেলে ভুয়া চালান দেখিয়ে অক্সিজেন নিতে আসা ৬ জনকে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ২২:৩০

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া চালান দেখিয়ে অক্সিজেন সিলিন্ডার নিতে আসা ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় তিনটি ট্রাক জব্দ করা হয়।

পুলিশ জানায়, সাঈদ হাসান নামে ট্রাকের এক চালক স্টোর ইনচার্জের কাছে চালান দেখিয়ে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার তিনটি ট্রাকে তুলতে বলেন। সিলিন্ডারগুলো মহাখালিতে রিফিলের জন্য যাবে বলে জানানো হয়। এসময় স্টোর ইনচার্জের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে পুলিশ এসে চালান দেখে সেটি ভুয়া বলে জানান। এসময় তিনটি ট্রাকসহ ৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে এই চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে। ফাঁকা অক্সিজেন সিলিন্ডার পাঠানোর ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সারাবাংলা/এমও

অক্সিজেন ভুয়া চালান রংপুর মেডিকেল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর