Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধে মসজিদে মানতে হবে যেসব নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ২০:২৪ | আপডেট: ২৪ জুলাই ২০২১ ০০:৫১

বায়তুল মুকাররম [ফাইল ছবি]

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে কঠোর বিধিনিষেধ চলছে। শর্ত মেনে চলছে সব কর্মকাণ্ড। এসময়ে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রেও দিক নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (২৩ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয় ও সংস্কার) মো. কুদ্দুস আলী সরকার স্বাক্ষরিত আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদে জামায়াতের নামাজের জন্য আবশ্যিকভাবে বেশ কয়েকটি শর্ত পালনের অনুরোধ জানিয়েছে।

নির্দেশনায় রয়েছে, মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখা এবং আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে প্রত্যেক মুসুল্লিকে নিজ নিজ বাসা থেকে ওযু করে, সুন্নাত ও নফল নামাজ ঘরে আদায় করে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে, মুসল্লীগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

শিশু, বয়বৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবে।

বিজ্ঞাপন

সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার না করাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

অন্যান্য সব ধর্মীয় প্রতিষ্ঠান/উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দুরত্ব যথাযথভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে।

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ বিধিনিষেধ মসজিদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর