Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে একদিনে শনাক্তের রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ১৯:৫৬ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৯:৫৭

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬১.৫৪ শতাংশ কোভিড শনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ বিষয় নিশ্চিত করেন।

সিভিল সাজন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২৪ জন। শনাক্তের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ। আক্রান্তের দিক থেকে এটিই সর্বোচ্চ রেকর্ড।’

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি সদরে ১৮ জন, মাটিরাঙ্গা উপজেলায় চারজন, পানছড়ি উপজেলায় দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর।

সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত জেলায় নমুনা টেস্ট করা হয়েছে ১০ হাজার ৬০৯ জনের। এর মধ্যে মোট করোনা পজিটিভ হয়েছেন ১ হাজার ৯২৭ জন। জেলায় শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ।

বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০১০ জন।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর