মুন্সীগঞ্জে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ১৭:০৪ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৭:০৫
২৩ জুলাই ২০২১ ১৭:০৪ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৭:০৫
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ডোবার পানিতে ডুবে ইয়াসিন (২) নামের এক শিশু মৃত্যুর হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে শহরের উত্তর ইসলামপুরের আলী আকবরের বাসায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু ইয়াসিন উত্তর ইসলামপুরের আলী আকবরের ভাড়াটিয়া আক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু ইয়াসিন উত্তর ইসলাপুরের আলী আকবরের বাড়িতে তার পরিবারের সঙ্গে ভাড়া থাকত। সকালে শিশুটি নিখোঁজ হয়। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের ডোবায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে দুপুর ২টার দিকে ইয়াসিনের মরদেহ পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ডোবায় পড়ে শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
সারাবাংলা/একে