কিশোরগঞ্জে বঙ্গবন্ধুসহ ৩১ নেতার নামে গরু কোরবানি
২৩ জুলাই ২০২১ ১৬:৫৭ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৭:১০
কিশোরগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ৩১ আওয়ামী লীগ নেতার নামে সাতটি গরু কোরবানি দিয়ে দুঃস্থ ও অসহায় মানুষের বাড়িতে গোশত পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন বিগ্রেডের ব্যানারে জেলা শহরের সাতটি পয়েন্টে এসব গরু কোরবানি দেওয়া হয়। পরে সংগঠনের পক্ষে বিসিবি পরিচালক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা কোরবানির গোশত দুঃস্থ ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক বুলবুল এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আজিজ খান বাবুসহ অন্যান্য নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধু এবং সকল শহিদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা ছাড়াও ৩১ নেতাদের মধ্যে রয়েছেন ৩রা নভেম্বর নিহত জাতীয় চার নেতা, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম।
সারাবাংলা/এসএসএ