২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, নমুনা পরীক্ষার সঙ্গে বেড়েছে সংক্রমণ
২৩ জুলাই ২০২১ ১৭:২৮ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৭:৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ১৬৬ জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা ২১ জন কম। অন্যদিকে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সঙ্গে সঙ্গে বেড়েছে নতুন সংক্রমণ।
আগের দিন ১১ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৬৯৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এর বিপরীতে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৪৯৩টি। এর মধ্যে ৬ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ ও মৃত্যুর চিত্র তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আগের দিনের মতোই ৬৩৯টি ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫২টি, র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৪৫৭টি।
গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৯ হাজার ৭০৫টি। আগের দিনের নমুনাসহ নমুনা পরীক্ষা হয়েছে মোট ২০ হাজার ৪৯৩টি। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭টি।
এসব নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৫ দশমিক ৫০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ১৬৬ জন মারা গেছেন, এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জনে। এখন পর্যন্ত সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৯৫ জন, নারী ৭১ জন। তাদের মধ্যে বাসায় চার জন ও বাকি ১৬২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত ১৬৬ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৮৬ জন। এর মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী ৪৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৭ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১০ জন ও ৯১ থেকে ১০০ বছর বয়সী তিন জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী সাত জন ও ১১ থেকে ২০ বছর বয়সী দুই জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এই সময়ে ১০ বছরের কম বয়সী ও ১০০ বছরের বেশি বয়সী কেউ মারা যাননি।
এদিকে, একই সময়ে মৃতদের মধ্যে সর্বোচ্চ ৬০ জন ঢাকা বিভাগের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ জন করে মারা গেছেন চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এছাড়া রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে আট জন, রাজশাহী বিভাগে সাত জন ও ময়মনসিংহ বিভাগে তিন জন মারা গেছেন।
সারাবাংলা/টিআর