যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গ্যারেজ মিস্ত্রি খুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ১৫:৫০
২৩ জুলাই ২০২১ ১৫:৫০
যশোর: জেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন শেখ (২৫) নামের এক গ্যারেজ মিস্ত্রি খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শহরের শংকরপুর এলাকায় ঘটনাটি ঘটে।
শুক্রবার (২৩ জুলাই) পুলিশ জানায়, শংকরপুর ছোটনের মোড়ে শাওনসহ আরও কয়েকজন দাাঁড়িয়ে ছিলেন। এসময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত শাওন শেখ শংকরপুর বটতলা এলাকার আব্দুল হালিমের ছেলে।
সারাবাংলা/এমও