Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা: ৪ সদস্যের তদন্ত কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ১৩:১৭ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৭:০১

ঢাকা: মুন্সীগঞ্জ ও মাদারীপুরের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী শাহজালাল রো রো ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার (২৩ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সংস্থাটির চেয়ারম্যানের বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কায় আহত ২০, চালক বরখাস্ত

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্যের মধ্যে রয়েছেন এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

এর আগে, শুক্রবার সকালে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটের পথে রওনা দেয় শাহজালাল রো রো ফেরি। সকাল ৯টার দিকে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ফেরিটির ধাক্কা লাগে। জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, পদ্মাসেতুর পিলারে ধাক্কা লাগার সময় ফেরিতে শতাধিক যাত্রী ছিলেন। পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগলে ফেরিতে অবস্থানরত ২০ জন আহত হন। তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়। শিমুলিয়া ঘাটে নেমে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।

সারাবাংলা/জেআর/টিআর

টপ নিউজ পদ্মাসেতুর পিলারে ধাক্কা বিআইডব্লিউটিসি শাহজালাল ফেরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর