Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কায় আহত ২০, চালক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ১২:৫৩ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৩:০৭

মুন্সীগঞ্জ: তীব্র শ্রোতের কারণে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী শাহজালাল রো রো ফেরির। এতে ফেরিতে থাকা অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়।

এ ঘটনায় ফেরির চালক (মাস্টার) আব্দুর রহমানকে দায়িত্বে অবহেলাজনিত কারণে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে শাহজালাল রো রো ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মাসেতুর পিলারকে সঙ্গে ধাক্কা দেয়। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের দিকে আসছিল।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মায় তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি নিয়ন্ত্রণ হারালে পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরিতে থাকা লোকজন আহত হন। পরে ফেরিটি শিমুলিয়া ঘাটে ভিড়লে আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে চলে গেছেন। ফেরির তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, শুক্রবার সকলে দুর্ঘটনার পর এক আদেশে বিআইডব্লিউটিসি শাহজালাল ফেরি সঠিকভাবে পরিচালনায় ব‍্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে।

অন্যদিকে, ফেরির ধাক্কাতেও পদ্মাসেতুর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের দুর্ঘটনা বিবেচনায় রেখেই সেতুটি নির্মাণ করা হয়েছে। ১০০ টন ওজনের বিশালাকৃতির জাহাজের ধাক্কাতেও এই সেতুর কোনো ক্ষতি হবে না। তারপরও প্রকৌশল টিম ঘটনাস্থল পরিদর্শন করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

১৭ নম্বর পিলার চালক বরখাস্ত টপ নিউজ পদ্মাসেতু ফেরির ধাক্কা শাহজালাল রো রো ফেরি