নিউমার্কেট এলাকায় বিধিনিষেধ: যানচলাচল নেই, কমছে না জনচলাচল
২৩ জুলাই ২০২১ ১১:৫৫ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৪:৪৭
ঢাকা: ঈদুল আজহার ছুটি শেষে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকেই ঢাকায় বন্ধ রাখা হয়েছে সব ধরনের দোকানপাট, গণপরিবহন। রাজধানীর নিউমার্কেট-নীলক্ষেত এলাকাতেও তেমনি ছুটির এই দিনে সব ধরনের দোকানপাট বন্ধ দেখা গেছে। চলতে দেখা যায়নি গণপরিবহনও। তবে সব কিছু বন্ধ থাকলেও জনসাধারণের চলাচল এখনো সেভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
রাজধানীর নিউমার্কেট এলাকায় বিধিনিষেধের কারণে পরিচিত দৃশ্য কিছুটা বদলে গেছে। তবে সাধারণ মানুষেরা বের হয়েছেন আগের মতোই। স্বাস্থ্যবিধিও খুব একটা মানছেন না কেউ। পুলিশ তাদের অনেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করছে এবং মাস্ক পরতে বাধ্য করছে।
নিউমার্কেটে টাফিক সার্জেন্ট আস্তিক দেব শর্মা সারাবাংলাকে বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। কিন্তু সাধারণ মানুষেরা তাদের দায়িত্বটুকু পালনের বিষয়ে উদাসীন। আমরা বুঝিয়ে বলছি, মাস্ক দিচ্ছি। তারা সতর্ক হলে করোনাভাইরাসের বিস্তারটা কমিয়ে আনা সম্ভব। আর সেটি না হলে সুন্দর সময়টাতে ফিরতে দেরি হয়ে যাবে।
এদিকে, এবারের বিধিনিষেধ আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর হবে বলে সরকারের তরফে আগেই জানানো হয়েছে। ২৩ জুলাই সকাল ৬টায় শুরু হওয়া এ বিধিনিষেধ চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।
এই কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য ও কোভিড-১৯ প্রতিরোধে পণ্য ও ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এর পাশাপাশি রোববার (২৫ জুলাই) থেকে সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। সেই সঙ্গে খোলা থাকবে বিমা কম্পানির কার্যালয় ও শেয়ারবাজার।
সারাবাংলা/টিএস/টিআর