বরিশালে আরও ২০ মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২১ ১১:৪৮ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১১:৫৮
২৩ জুলাই ২০২১ ১১:৪৮ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১১:৫৮
বরিশাল: সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও, বরিশাল জেলায় দুই জন, পটুয়াখালী জেলায় এক জন, পিরোজপুর জেলায় দুই জন এবং ঝালকাঠি জেলায় দুই জনসহ মোট সাত জন করোনা রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
এ নিয়ে বিভাগে কোভিডজনিত মৃত্যু ৪১৪ তে দাঁড়ালো।
একই সময়ের মধ্যে নতুন করে ১৮৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৫ জনে।
সারাবাংলা/একেএম