ঈদ-ছুটির দিন-বিধিনিষেধ মিলিয়ে মূল রাস্তা ফাঁকা
২৩ জুলাই ২০২১ ১১:২৮ | আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৪:১৯
ঢাকা: করোনা সংক্রমণ মোকাবিলায় শুক্রবার (২৩ জুলাই) থেকে ফের দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। কঠোর বিধিনিষেধের প্রথম সকালে রাজধানীর মূল রাস্তায় চলাচল করা মানুষের সংখ্যা সীমত থাকলেও অলিগলিসহ কাঁচাবাজারকেন্দ্রিক এলাকাগুলোতে মানুষের আনাগোনা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।
এছাড়াও, ঈদের ছুটিতে বাড়ি থেকে রাজধানীতে ফেরা মানুষের চলাচলও রয়েছে।
শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের স্বাভাবিক চলাচল এমনিতেই কম এবং ঈদের ছুটিতে থাকা অনেকেই গ্রামে যাওয়ার কারণে রাজধানীতে মানুষের স্বাভাবিক কোলাহল কম দেখা গেছে।
সরেজমিনে ঝিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এবং টাউন হল মার্কেটসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
সারাবাংলা/এনআর/একেএম