Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় করোনায় ৩ জন এবং উপসর্গে ৭ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২১ ১৯:০৬

বগুড়া: জেলায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গে ৭ জন মারা গেছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া ৩ জন হলেন- ধুনটের হুমায়ুন কবীর (৪৮), সদরের আকতারুজ্জামান (৭০) এবং কাহালু চাঁনমিয়া (৭৫)।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় শজিমেকের পিসিআর ল্যাবে ৯৪ নমুনায় নতুন করে আরও ৩৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৯.৩৬ শতাংশ। এদের মধ্যে সদরের ২৭, গাবতলীতে ৫, শিবগঞ্জে ৪ এবং নন্দীগ্রামে একজন। এছাড়া একইসময়ে ১৪৪ জন সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. সাজ্জাদ জানান, জেলায় এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪জন এবং ৫২৬ জন মারা গেছে। এছাড়া জেলায় ২ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এমও

করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর