বরিশালে একদিন ১৪৯ জনের করোনা শনাক্ত, উপসর্গসহ মৃত্যু ১৪
২২ জুলাই ২০২১ ১৩:৫৬ | আপডেট: ২২ জুলাই ২০২১ ১৩:৫৯
বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনাভাইরাসে (কেভিড-১৯) আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, বাকি আটজন সদরসহ অন্য জেলার। এ সময় বিভাগে আরও ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।
এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪০৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানান।
করোনায় মৃত বাকি আটজনের মধ্যে বরিশালে একজন, পটুয়াখালীতে একজন, ভোলায় একজন, পিরোজপুরে দুইজন এবং বরগুনার তিনজন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৮১২ জনে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগে করোনায় মোট আক্রান্ত ২৭ হাজার ৮১২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৩৮ জন। আক্রান্তের সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৯৭ জন নিয়ে মোট ১১ হাজার ৮৪৪ জন, পটুয়াখালী জেলায় নতুন দু’জন নিয়ে মোট ৩ হাজার ৪৩৪ জন, ভোলা জেলায় নতুন ২০ জন নিয়ে মোট ২ হাজার ৭৭৭ জন, পিরোজপুর জেলায় নতুন ২১ জন নিয়ে মোট ৩ হাজার ৮৪৬ জন, বরগুনা জেলায় নতুন ৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৮৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন শনাক্ত না থাকায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৫২৮ জন।
শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম’র করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৮ জন ও করোনা ওয়ার্ডে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৬৬ জন রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ১৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১০০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শেবাচিম হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ বলে জানা গেছে।
সারাবাংলা/এনএস