শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয় দিকেই যাত্রীদের চাপ
২২ জুলাই ২০২১ ১২:২৮ | আপডেট: ২২ জুলাই ২০২১ ১৪:৫৩
মুন্সীগঞ্জ: ঈদের পরদিন শিমুলিয়া-বাংলাবাজার ঘাটের উভয় দিকেই যাত্রীদের চাপ রয়েছে। একদিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, অন্যদিকে আসন্ন বিধিনিষেধে অফিস কারখানা বন্ধের ছুটিতে বাড়ি যাচ্ছেন রাজধানী ছেড়ে। এতে এই নৌরুটের দুইপ্রান্তেই যাত্রীদের চাপ বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, ঘাটের উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়িসহ প্রায় ছয় শতাধিক যানবাহন। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করতে দেখা গেছে। ঘাট এলাকায় প্রশাসনের কর্তাব্যক্তিরা থাকলেও তাদের তেমন কোনো ব্যবস্থা দেখা যায়নি।
শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ১৩টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।
এ বিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। এরপরও ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ছয় শতাধিক যানবাহন।
সারাবাংলা/এএম