Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে প্রাইভেটকার খাদে, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২১ ১১:২৫ | আপডেট: ২২ জুলাই ২০২১ ১৪:৩৬

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি প্রাইভেটকার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২১ জুলাই) গভীররাত অথবা বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ছিটকে পড়ে বলে ধারণা করছে পুলিশ।

নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় ও দুর্ঘটনার সঠিক সময় তাৎক্ষণিক জানা যায়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কামাল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে আমরা সকাল আটটার দিকে খবর পাই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তিনটি লাশের বিষয়ে তারা নিশ্চিত করেছেন।

গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক বলেন, সকাল ৯টার দিকে আমরা তিনটি লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

সারাবাংলা/এএম

টপ নিউজ মুন্সীগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর