Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন ভারত থেকে এলো ১৮০ মেট্রিক টন অক্সিজেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২১ ০৯:২৪ | আপডেট: ২২ জুলাই ২০২১ ১৪:৩৭

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটির দিন হলেও বুধবার (২১ জুলাই) বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে ১৮০ মেট্রিক টন অক্সিজেন। কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ নির্দেশনায় বেনাপোল কাস্টমসের ইতিহাসে ঈদের ছুটির দিনেও ভারত থেকে আমদানি করা হয় অক্সিজেন। দেশের তিনটি আমদানিকারক ১১টি ট্যাংকারে করে এই অক্সিজেন আমদানি করে।

বুধবার (২১ জুলাই) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ই।

বিজ্ঞাপন

তিনি বলেন, মঙ্গলবার (২০ জুলাই) থেকে বেনাপোল বন্দরে চার দিনের ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। তবে দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। অক্সিজেনের চালান গ্রহণের জন্য ঈদের দিনও বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে।

এক্সপেক্ট্রা অক্সিজেন, পিউর অক্সিজেন ও লিন্ডে বাংলাদেশ ১১টি ট্যাংকারে করে ১৮০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে বলেও জানান বেনাপোল স্থলবন্দরের এই কর্মকর্তা।

সারাবাংলা/এসবি/এএম

অক্সিজেন আমদানি টপ নিউজ বেনাপোল

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর