Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর পর খালেদা জিয়ার বাসায় শীর্ষ নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২১ ২৩:১৪ | আপডেট: ২২ জুলাই ২০২১ ১২:২৮

ফাইল ছবি

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বুধবার (২১ জুলাই) রাতে গুলশানে-২ এর ৬৯ নম্বর সড়কে খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’য় যান তারা। রাত ৮টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান ‘ফিরোজা’য় প্রবেশ করেন। সোয়া এক ঘণ্টা সাক্ষাৎ শেষে রাত ৯টা ১৫ মিনিটে বেরিয়ে আসেন। এই সাক্ষাতের সময়ে খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও ছিলেন।

বিজ্ঞাপন

সর্বশেষ গত বছর ঈদুল আজহায় স্থায়ী কমিটির সবাই একসঙ্গে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন।

বুধবার (২১ জুলাই) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কোভিডে অসুস্থ হওয়ার পরে প্রকৃতপক্ষে এক বছর পরে আমরা সবাই একসঙ্গে ঈদের দিন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। ম্যাডাম এমনিতেই কোভিডের পরে ভালো আছেন মোটামুটি। তিনি ভ্যাকসিন নিয়েছেন সেজন্য কিছুটা ট্যাম্পারেচার এসছে। এটা ভ্যাকসিনের জন্য এসেছে।’

তিনি বলেন, ‘আমরা যেটা বরাবরই বলে আসছি এবং ডাক্তার সাহেবদের যেটা পরামর্শ সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তার।’

দেশবাসীর জন্য খালেদা জিয়া কোনো বার্তা দিয়েছেন কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিনে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনা থেকে যাতে দেশমুক্ত হতে পারে সেজন্য আল্লাহতালার কাছে তিনি দোয়া চেয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

ঈদুল আজহা খালেদা জিয়া দেশবাসী বিএনপির চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর