ঈদের দিন বেনাপোল দিয়ে এলো ১৭৯ টন অক্সিজেন
২১ জুলাই ২০২১ ১৮:৪৫ | আপডেট: ২১ জুলাই ২০২১ ২১:৪৮
বেনাপোল: ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল বন্দর দিয়ে ১১ গাড়ি অক্সিজেন আমদানি করা হয়েছে।
বুধবার (২১ জুলাই) দুপুর ৩টার সময় ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে ১১টি আমদানি করা অক্সিজেনের গাড়ি প্রবেশ করে। আমদানি করা প্রতিষ্ঠানগুলো হলো লিন্ডে বাংলাদেশ, পিওর, ও ইসপেক্টর।
লিন্ডে ৩ গাড়িতে ৬০ টন ৫৩ কেজি, পিওর ১ গাড়িতে ১৪ টন ৫২ কেজি ও ইসপেক্টর ৭ গাড়িতে ১০৪ টন ৪২ কেজি অক্সিজেন আমদানি করেছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল রাখা হয়েছে।’
আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের ২টি টিম কাজ করছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এসজে/এমও