Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনজীবন বিপন্ন করে ফেলেছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২১ ১৩:২৯ | আপডেট: ২১ জুলাই ২০২১ ১৬:৩১

ঢাকা: উদাসিনতা ও অযোগ্যতায় সরকার জনজীবন বিপন্ন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই পবিত্র ঈদুল আজহার দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে মাজার জিয়ারত করতে এসেছিলাম। আমরা পুষ্পার্ঘ অর্পণ করেছি এবং তার রুহের মাগফেরাত কামনা করেছি।’

তিনি বলেন, ‘জিয়ারতের সময় আমরা দোয়া করেছি যে, এই ভয়াবহ মহামারি সারাবিশ্বে সমগ্র মানবজাতিকে বিপন্ন করে ফেলেছে। বিশেষ করে বাংলাদেশ সরকার যখন উদাসীনতা ও অযোগ্যতায় জনজীবনকে বিপন্ন করে ফেলেছে, সেই সময় যেন এই দেশের মানুষকে আল্লাহ ক্ষমা করেন এবং তাদেরকে ভয়াবহ মহামারি থেকে মুক্ত করেন।’

মির্জা ফখরুল বলেন, আজকে এমন একটা সময় আমরা ঈদুল আজহা পালন করছি, যখন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া- যিনি সারাজীবন ত্যাগ স্বীকার করেছেন এ দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। তিনি আজকে কারারুদ্ধ হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশান্তরিত হয়ে নির্বাসিত হয়ে আছেন। লাখ লাখ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আছেন, গুম হয়ে যাচ্ছেন।’

‘গণতন্ত্রহীনতার এই সময়ে আল্লাহ’র কাছে আমরা প্রার্থনা করেছি- আল্লাহ যেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আল্লাহ যেন সত্যিকার অর্থেই এ দেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ করে দেন’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এএম

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর