Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের সকালে সরকারি রাইফেলে পুলিশের ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২১ ১৩:০৮ | আপডেট: ২১ জুলাই ২০২১ ১৬:৩৯

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে সাইফুল ইসলাম (২৭) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (২১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবরহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে নিজের গলায় গুলি করে তিনি আত্মহত্যা করেন। গুলির শব্দে ফাঁড়িতে কর্মরত অন্য সদস্যরা এসে তার লাশ দেখতে পান। নিহত পুলিশ সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। কারণও জানা যায়নি।

সারাবাংলা/এএম

পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর