Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজারবাগ পুলিশ মসজিদে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২১ ১১:২৪

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বুধবার (২১ জুলাই) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ এবং বিশ্ববাসীর কল্যাণে মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত অগ্রযাত্রা, শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

এছাড়া, করোনাভাইরাসের মহামারি থেকে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের সকল মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহ চাওয়া হয়।

এরপর আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ঈদুল আজহার জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং অন্যান্য মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সারাবাংলা/ইউজে/এসএসএ 

আইজিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর