শাহজালালে ১৪ কেজি তরল সোনাসহ আটক ৩
২০ জুলাই ২০২১ ২০:৩৫ | আপডেট: ২১ জুলাই ২০২১ ০১:১৪
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি তরল সোনাসহ ৩ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
মঙ্গলবার (২০ জুলাই) সারাবাংলাকে এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- মো. রিয়াজুল বাসার (৪৬), মোহাম্মদ আমিন (৩৫) ও মোকারাম খান (৩৩)। তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে (টি কে-৭১২) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে যাত্রীরা। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটিতে তরল সোনার চালান আছে বলে জানা যায়।
জিয়াউল হক আরও জানান, সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশি তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি সোনা জব্দ করা হয়। তিনজন যাত্রী এই সোনা শরীরের বিভিন্ন অংশে পেঁচিয়ে নিয়ে আসে।
উল্লেখ্য, এর আগেও বিমানবন্দর আর্মড পুলিশ এক কেজি ১০০ গ্রাম তরল সোনা জব্দ করেছিলো।
সারাবাংলা/এসজে/এমও