গাবতলীতে মানুষের ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই
২০ জুলাই ২০২১ ১৫:০০ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১৬:৩৯
ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মানুষ আর মানুষ। মঙ্গলবার (১৯ জুলাই) ভোর থেকেই ঘরমুখী যাত্রীর চাপ বাড়তে থাকে গাবতলীতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। এ সময় যাত্রী কিংবা বাস শ্রমিক কাউকেই স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানতে দেখা যায়নি।
সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অধিকাংশ যাত্রী, বাসের চালক-হেলপার ও শ্রমিকদের মুখে মাস্ক ছিল না। দুএকজনের মুখে নামমাত্র মাস্ক থাকলেও সেগুলো ঝুঁলছে থুতনিতে। শ্যামলী থেকে গাবতলী ও গাবতলী থেকে আমিনবাজার, সাভার পুরো এলাকায় চলছে তীব্র যানজট।
গাবতলী ব্রিজের ওপর শ্যামলী পরিবহনের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয়। বাসটিতে পাশাপাশি দুই সিটেই যাত্রী নেওয়া হয়েছে। এভাবে কেন যাত্রী বহন করা হচ্ছে জানতে চাইলে চালকের সাথে সাথে যাত্রীরাও ক্ষেপে যান। আর চালকের মুখে মাস্ক কই জানতে চাইলে জানান, হেমায়েতপুর থেকে গাবতলী আসতে সময় লেগেছে ৮ ঘণ্টা। এভাবে কী আর জীবন বাঁচে। এতো গরম তাই মাস্ক খুলে রেখেছি। তবে গাড়ির ভেতরেও কারও মুখে মাস্ক নেই।
হানিফ, ঈগল, একে ট্রাভেলস ও এসআরসহ সবগুলো পরিবহনেই দেখা গেছে একই চিত্র। কোনো যাত্রীর মুখে মাস্ক পাওয়া যায়নি। পাশাপাশি দুই সিটে একজন যাত্রী বসার কথা থাকলেও উভয় সিটেই যাত্রী নেওয়া হচ্ছে। অন্যদিকে বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে।
বাড়তি যাত্রী ও বাড়তি ভাড়া একইসঙ্গে নেওয়ার বিষয়ে জানতে চাইলে পরিবহন শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ঘরে বসে ছিলাম। সরকার কী খেতে দিছে। তাহলে আমরা কিভাবে যাত্রী নেব আর কিভাবে চালাবো সেটা কী সরকার বলে দেবে। সরকার তার কাজ করুক আমরা আমাদের কাজ করি।
সারাবাংলা/এসজে/এএম