Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে চাপ আরও বাড়তে পারে, ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২১ ১৬:০৫ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১৭:৪০

ঢাকা: সড়ক-মহাসড়কে যানবাহনের অত্যাধিক চাপ থাকার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহী ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যানসহ চলাচল করছে, তাই যানবাহনের চাপ বেশি। আজ ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে।’ এ অবস্থায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জুলাই) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ আহ্বান জানান। এসময় যারা ঈদ যাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

মহাসড়কে ধীরগতির প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বৃষ্টি এবং কোরবানির পশুবাহী গাড়ির কারণে ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কিছু জায়গায় ভোগান্তি হয়েছে ও হচ্ছে। আবার কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে। ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়, সেজন্য নিজেকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে এবং নিজে ও অন্যকে সতর্ক রাখতে হবে।’

রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ’র প্রতিও নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের শর্ত মেনে যানবাহন চালানোর অনুরোধ জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংক্রমণের উচ্চমাত্রার এমন পরিস্থিতিতে অসতর্ক হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।’ শপিংমল, বাস ও লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ফেরিঘাট, পশুর হাটসহ জনসমাগমস্থলে শতভাগ মাস্ক পরিধান ও ভিড় এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।

করোনার ভ্যাকসিন নেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুরু থেকে বিএনপি নেতারা নানান অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন গ্রহণ করেছেন।’

শেখ হাসিনা সংকট দেখলে জনমানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, গ্রহণ করেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অন্যদিকে কথামালার ভাণ্ডার নিয়ে বিএনপি নেতারা সংকট দেখলে পালানোর পথ খোঁজেন এবং জনগণ থেকে নিরাপদ দূরুত্বে অবস্থান করেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের ভ্যাকসিন মহাসড়কে চাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর