ফতুল্লায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২১ ১২:৩৩ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১৭:২২
২০ জুলাই ২০২১ ১২:৩৩ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১৭:২২
নারায়ণগঞ্জ : সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ১০ টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করে ঈদ উদযাপন করেন।
ঈদ জামাতে ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে শত শত মুসল্লি এসে ঈদ জামাতে অংশ নেন।
ঈদের নামাজ শেষে বর্তমান করোনা মহামারি থেকে রেহাই পেতে ও বিশ্ব মুসলিম উম্মাহসহ দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে কোরবানির পশু জবাই করেন।
সারাবাংলা/এএম