Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ লড়াইয়ে জিততেই হবে: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২১ ১০:২০ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১৩:০৫

ঢাকা : দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাইবোনদের প্রতিও রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মঙ্গলবার (২০ জুলাই) দেশবাসীর প্রতি এক ভিডিওবার্তায় দেশবাসীকে ঈদের এই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির কথা উল্লেখ করে ওই ভিডিওবার্তায় শেখ হাসিনা বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজন হারিয়েছি। তবে এ লড়াইয়ে জিততেই হবে এবং আমরা জিতব ইনশাল্লাহ।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।

 

সারাবাংলা/এনআর/এএম

ঈদ শুভেচ্ছা ঈদুল আজহা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর