ট্রাকের সঙ্গে মুখোমুখি, মোটরসাইকেল আরোহী নিহত
১৯ জুলাই ২০২১ ২০:৪৯ | আপডেট: ২০ জুলাই ২০২১ ০০:৩৬
নাটোর: নাটোরের গুরুদাসপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোমবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে পৌর সদরের নারিবাড়ী মোড়ের চাঁচকৈড়-নাজিরপুর সড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাজমুল হাসান। তিনি চাঁচকৈড় কাচারী পাড়া গ্রামের গুলজার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল নিয়ে নাজমুল গুরুদাসপুর থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে নারিবাড়ী নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাজমুল গুরুতর আহত হন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে নাজমুলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/টিআর