Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবজাতককে হাসপাতালে ফেলে পালালেন ‘বাবা-মা’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ২৩:০৬

চট্টগ্রাম ব্যুরো: শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেওয়া এক শিশুকে তার বাবা-মা পরিচয় দেওয়া দু’জন হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে রোববার (১৯ জুলাই) সকালে ভর্তির পর দুপুর থেকে শিশুটির কোনো অভিভাবকের আর কোনো খোঁজ মিলছে না। মেয়ে নবজাতকটির বয়স ১৫ দিন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির সময় নবজাতকের অভিভাবকের ঠিকানা লেখা হয়েছে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি। বাবার নামের জায়গায় জসিম উদ্দিন উল্লেখ রয়েছে। তার দেওয়া ফোন নম্বরটি রোববার দুপুর থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

নবজাতকের হাত ও পায়ে জন্মগত ত্রুটি আছে। বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে।

এদিকে ফেলে যাওয়া নবজাতককে দেখভালের দায়িত্ব নিয়েছে রোগী কল্যাণ সমিতি। হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা বলেন, ‘১৪ দিন বয়সী নবজাতককে হাসপাতালে ভর্তি করার পর তাকে ফেলে যাওয়া হয়। খবর পেয়ে আমরা তার দায়িত্ব নিয়েছি। খবর পেয়ে আমরা গিয়ে তার দায়িত্ব নিই। যাবতীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী আমরা কিনে দিয়েছি।’

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নগরীর পাঁচলাইশ থানায় একটি জিডি করেছে।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিশুকে ফেলে পালালেন বাবা-মা