দেশে এসেছে মডার্নার আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন
১৯ জুলাই ২০২১ ২২:৪৭ | আপডেট: ২০ জুলাই ২০২১ ১১:২৬
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে যোগ হলো আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের জন্য পাঠানো মর্ডানার আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে।
সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় ভ্যাকসিন বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ড. মো. শামসুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে মর্ডানার আরও ৩০ লাখ ডোজ ভ্যাকসিন রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে।
এদিকে ভ্যাকসিন গ্রহণ শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, আগামী মাসের শেষ নাগাদ প্রায় এক কোটি ২৯ লাখ ভ্যাকসিন আসবে, এর মধ্যে ২৯ লাখ ডোজ কোভিশিল্ড, ৪০ লাখ সিনোফার্ম ও ৬০ লাখ জনসন অ্যান্ড জনসনের।
এর আগে শনিবার (১৭ জুলাই) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক টুইট বার্তায় জানান, যুক্তরাষ্ট্র থেকে মর্ডানার ৩০ লাখ ডোজ ভ্যাকসিন সোমবার (১৮ জুলাই) ঢাকায় পৌঁছাবে।
করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেও জানান মিলার।
এর আগে চলতি মাসের শুরুতে প্রথম যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়। বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব ভ্যাকসিন পাঠানো হয়।
সারাবাংলা/এসবি/এনএস