Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান-তালেবান সহিংসতায় নিহত সাংবাদিক দানিশকে ঢাকায় স্মরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ২২:৪৯ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ২২:৫৩

ঢাকা: আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের গোলাগুলির মধ্যে পড়ে নিহত রয়টার্সের ফটো সাংবাদিক দানিশ সিদ্দিককে স্মরণ করেছেন বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত ঢাকার ফটো সাংবাদিকেরা।

সোমবার (১৯ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে মোববাতি জ্বালিয়ে এবং প্লাকার্ড ধারণ করে সদ্য প্রয়াত ভিন্নদেশি সহকর্মীকে স্মরণ করেন তারা।

পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বখ্যাত একজন ফটো সাংবাদিকের মৃত্যুতে শোকাহত ঢাকার ফটো সাংবাদিকেরা প্রয়াত সহকর্মীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং যুদ্ধসহ মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের সময় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের দাবি জানান।

স্মরণ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক আবির আব্দুল্লাহ, আল ইমরান গর্জন, মনিরুল আলম, মনিরুজ্জামান, নাসিরুল ইসলাম, মেহেদী হাসান, কে এম আসাদ, মানিক, সনি রাহমানী, রোহেত রাজীব প্রমুখ।

উল্লেখ্য, আফগানিস্তানে রয়টার্সের ফটো সাংবাদিক দানিশ সিদ্দিক গত শুক্রবার (১৬ জুলাই) তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে গোলাগুলিতে নিহত হন। কাজের স্বীকৃতি হিসেবে নিজ দেশে অসংখ্য পুরস্কার জিতেছেন তিনি। পেয়েছেন পুলিৎজার পুরস্কারও। গত ১১ বছর ধরে দানিশ সিদ্দিক কাজ করে আসছিলেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে। আফগান আর্মির সঙ্গে তিনি অ্যামবেডেড ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকী