Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পিকআপ ভ্যান-ভটভটির সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ২৩:৩৪

জয়পুরহাট: জেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার সুক্তাহার এলাকায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- জেলার আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আহম্মেদ আলী(৫০), নওগাঁর বদলগাছি উপজেলার দেওপুরি গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে মাহবুল আলম সোনার (৩৫)।

বিজ্ঞাপন

ওসি আলমগীর জাহান জানান, আক্কেলপুর থেকে গরু নিয়ে ভটভটিযোগে দূর্গাদহ হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে সুক্তাহার এলাকায় আক্কেলপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান চালক ও ভটভটি চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যান চালক মাহবুল আলম সোনারের মৃত্যু হয়। ভটভটি চালক আহম্মেদ আলীর অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

সারাবাংলা/এমও

নিহত ২ পিকআপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর