Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় আমরা স্বল্প সময়ে ভ্যাকসিন পেয়েছি’

সারাবাংলা ডেস্ক
১৯ জুলাই ২০২১ ১৭:১৯

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ স্বল্প সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন পেয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১৯ জুলাই) নগরীর আলকরণে লকডাউনে ক্ষতিগ্রস্ত গরিব-দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগর অর্থ বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বল্প সময়ে করোনার ভ্যাকসিন পেয়েছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। তার সফল কূটতৈনিক প্রচেষ্টার কারণে যুক্তরাষ্ট্র থেকে আমরা সর্বশেষ আজ (সোমবার) ৩০ লাখ ভ্যাকসিন পেয়েছি উপহার হিসেবে। গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন উপহার দিয়েছিল।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের গরিব, খেটে খাওয়া মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। লকডাউনে কষ্টে পড়া মানুষের ঘরে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও জনগণের পাশে দাঁড়াতে হবে। একইভাবে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা অবশ্যই করোনা মোকাবিলা করব’- বলেন নওফেল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শওকত হোসেন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর