Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের শুভেচ্ছা জানালেন রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৭:০৩ | আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৯:১৫

ঢাকা: দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

সোমবার (১৯ জুলাই) এক বার্তায় তিনি দেশবাসীকে এই শুভেচ্ছা জানান।

রওশন এরশাদ বলেন, ‘ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বারন্বিত হবে।’

শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য ও আকুণ্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্হাপন করেছেন তা অতুলনীয়।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘পবিত্র ঈদুল আজহা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারি প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো মেনে চলতে হবে।’

নিজে সুস্থ থাকতে এবং সবাইকে সুস্থ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

সারাবাংলা/এএইচএইচ/একে

ঈদুল আজহা কোরবানির ঈদ জাতীয় পার্টি রওশন এরশাদ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর