Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে একদিনে সর্বোচ্চ ৮৯১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২১ ১৩:৩২

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগের মধ্যে পটুয়াখালীতে একজন, ভোলায় একজন ও ঝালকাঠিতে একজনসহ মোট তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

বিজ্ঞাপন

একইসময় বিভাগে নতুন করে ৮৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবতকালে সর্বোচ্চ। এর আগে গত ১৩ জুলাই সর্বোচ্চ ৮৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। সর্বশেষ শনাক্তের মধ্য দিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৭৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলায় মোট করোনা আক্রান্ত ২৬ হাজার ৭৭৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৪ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৪০৯ জন নিয়ে মোট ১১ হাজার ৩৯৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১২৩ জন নিয়ে মোট ৩ হাজার ৩২৯ জন, ভোলা জেলায় নতুন ৬২ জন নিয়ে মোট ২ হাজার ৬৪৮ জন, পিরোজপুর জেলায় নতুন ১৪০ জন নিয়ে মোট ৩ হাজার ৭০৪ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ২৯২ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৯১ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪১১ জনে।

শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল পর্যন্ত) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন ও করোনা ওয়ার্ডে ২১ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন পর্যন্ত ২৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

করোনা শনাক্ত বরিশাল শেবাচিম হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর